• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

অভিনেতা সানোয়ার খান পেলেন  মাদার তেরেসা গোল্ডেন  অ‍্যাওয়ার্ড


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৪২ এএম;
অভিনেতা সানোয়ার খান পেলেন  মাদার তেরেসা গোল্ডেন  অ‍্যাওয়ার্ড
অভিনেতা সানোয়ার খান পেলেন  মাদার তেরেসা গোল্ডেন  অ‍্যাওয়ার্ড

সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার  : BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ এর  আয়োজন করা হয় নারায়ণগঞ্জ শহরের ২ নং রেল গেইট ফজর আলী ট্রেড সেন্টার  গ্রীণ প্যাসিফিক ৭ম তলায়।  গত ৩রা অক্টোবর রোজ শুক্রবার এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সাংবাদিকতা ও অভিনয় এবং সাংগঠনিক কাজে  বিশেষ অবদানের জন‍্য  সানোয়ার খান  কে মাদার তেরেসা গোল্ডেন অ‍্যাওয়ার্ড প্রদান করা হয়। .

 .

 .

উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি  হিসেবে মঞ্চে  উপস্থিত  ছিলেন নারায়ণগঞ্জ  ০৫  আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল ও বিশিষ্ট অভিনেতা পীরজাদা শহিদুল হারুন,সাবেক অতিরিক্ত.

 .

সচিব সহ অন্যান্য অতিথিবৃন্দর  মাধ‍্যমে  সানোয়ার খান কে বিশেষ  সম্মাননা  সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় আরো  উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আমির হোসেন,বীর মুক্তিযোদ্ধা জসীম তোতা, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজ সেবক এবং  এজাহিকাফের প্রেসিডিয়াম সদস্য বাবু, নাট‍্যকার ও পরিচালক হুমায়ুন কাবেরী, জনপ্রিয় নাট‍্যকার আজম খান, বিশিষ্ট সমাজ সেবক ও ব‍্যবসায়ী মো : বশির আহমেদ  এবং অপরাধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। .

 .

 .

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সবুজ রায়। গুরুত্বপূর্ণ  অনুষ্ঠানে  বিভিন্ন ক‍্যাটাগরিতে বিভিন্ন গুণী জন ও সামাজিক সংগঠন অ‍্যাওয়ার্ডে ভূষিত হন। .

মাদার তেরেসা গোল্ডেন অ‍্যাওয়ার্ড ২০২৫  পেয়ে  সানোয়ার খান বলেন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার  আয়োজক কমিটির প্রতি আমি কৃতজ্ঞ। মাদার তেরেসার মত  এমন একজন মহৎ ব‍্যক্তির নামের অ‍্যাওয়ার্ড আমাকে সম্মানিত করেছেন  এ জন্য  আমি বিশেষ কৃতজ্ঞ । প্রকৃত পক্ষে মাদার তেরেসা ছিলেন মানবতার কল‍্যাণে একজন নিবেদিত মানুষ। এবং তিনি ছিলেন বিশ্ব মানবতার এক জলন্ত উদাহরণ। পুরুস্কার পেয়ে দায়িত্বে বেড়ে গেল । সবাই আমার জন‍্য দোয়া করবেন যেন মাদার তেরেসার কোন একটি গুনকে হলে ও  যেন, ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। মন থেকে দোয়া রইলো BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা যেন ভবিষ্যতে আরো বেশি বেশি  এরকম সমাজ ও দেশের গুণী মানুষদের এভাবেই সুন্দর অনুষ্ঠান আয়োজনের মধ‍্য দিয়ে সম্মানিত করতে  পারে।  . .

ডে-নাইট-নিউজ /

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ